মধ্যনগরে অস্বচ্ছল নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ শুরু
সুনামগঞ্জের হাওরাঞ্চল মধ্যনগরে দুঃস্থ ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার জন্য বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষকণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণে পিছিয়ে পড়া অস্বচ্ছল ২০ জন নারী অংশগ্রহণ করেছে।প্রশিক্ষক তাসলিমা খাতুন বলেন, বসুন্ধরা দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী। বসুন্ধরা সবসময়ই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে।বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে সবাই পরিবারের দারিদ্র্য দ‚রীকরণে ভুমিকা রাখবে।
স্থানীয় ইউপি সদস্য মো. আমানউল্লাহ বলেন,আমাদের গ্রামের নারীরা আর্থিকভাবে অস্বচ্ছল। তাদের সংসারের বাহিরে কোনো কর্মসংস্থানের সুযোগ নেই৷ বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র সেলাই প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব ঘোচাতে গুরুত্বপ‚র্ণ ভুমিকা রেখেছে।