বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা

 

বরগুনার বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বেতাগী উপজেলা শুভসংঘের উদ্যোগে সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম ও পেনবক্স বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণ সভায় আলোচনায় অংশ নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শুভসংঘের উপদেষ্টা মো. বজলুর রহমান, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কন্ঠ’র বেতাগী উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি আলহাজ্ব কামাল হোসেন খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইরান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন স্বাধীন। এছাড়া এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মো. আল-আমিন, সহকারি শিক্ষক মো. ওমর ফারুক, সহকারি শিক্ষক ফাইজুর রহমান, সহকারি শিক্ষক মো. আল মামুন, সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী গ্রন্থগারিক আয়শা সিদ্দিকা, সহকারি শিক্ষক বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারি আব্দুর রহমান এবং বিভিন্নইভেন্টে অংশগ্রহনকারী শিক্ষাথীরা।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *