বুদ্ধিপ্রতিবন্ধী শহীদুলের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ
চট্টগ্রাম পটিয়ায় বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখার উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল
পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ শুক্রবার (৩১ মে) বুদ্ধিপ্রতবন্ধী শহীদুল ইসলামের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী পেয়ে প্রতিবন্ধি রিকশাচালক শহীদুল ইসলাম বলেন সম্পতি ঘূর্ণিঝড়ের পর থেকে পরিবার নিয়ে খুবই কষ্টে আছি।
বৃষ্টির সময় গাড়ি নিয়ে বের হতে পারিনি। অনেক ধার দেনা হয়ে যায়। বসুন্ধরা শুভসংঘের এই উপহার পেয়ে খুব বেশি উপকার হলো।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, পটিয়া শাখার সাধারণ সম্পাদক সাইফুল্লাহ পলাশ, মাহবুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রুবেল সাইফুল ইসলাম ইসলাম প্রমুখ।
এতে বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশে একটি মানবিক সংগঠন হিসাবে স্বীকৃতি পেয়েছে। সাধারণ ও উপকার ভোগী মানুষের মনে স্থান করে নিয়েছে । সারা বাংলাদেশে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা শুভ কাজ করছেন। আমি এই সংগঠনের সাথে গত এক যুগ ধরে কাজ করছি। বসুন্ধরা শুভসংঘ যে মানবিক দৃষ্টান্ত রেখে চলেছে তা অনন্য। আমরা এভাবেই সবসময় অসহায় মানুষগুলোর পাশে থাক মতে চাই।