বিশ্ব শিক্ষক দিবস

বিশ্ব শিক্ষক দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজন

 

আজ বিশ্ব শিক্ষক দিবস । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ দিবসটি উদযাপনে দিনাজপুরে শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

আজ শনিবার (০৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উদ্যোগে শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দিনাজপুর সরকারি কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. জেহাদ সরকারকে শুভেচ্ছা জানান সংগঠনটির সদস্যরা।

এ প্রসঙ্গে সংগঠনটির সদস্য স্বপন আলী বলেন, ‘শিক্ষক হলেন আলোর পথিকৃত। তারা অন্ধকারে আলো জ্বালিয়ে আমাদের সঠিক পথ দেখান। শিক্ষকদের শ্রদ্ধা জানাতে আজকে আমাদের এ আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলার সদস্য স্বপন আলী, জয় শেখ, রিয়াজ, মাহাতাব, আপন, সামিউল ও শাহীন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *