বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বোচাগঞ্জ বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার ( ৫জুন) সকাল ১১ টায় বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ,বনজ,ঔষুধিসহ ২হাজার গাছের চারা রোপণ করবে ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.আফছার আলী।
প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.আফছার আলী বলেন, আমরা জানি বর্তমান পৃথিবীতে পরিবেশের যে বির্পযয়। এই বির্পযয় থেকে রক্ষা করতে হলে বেশি বেশি করে গাছ রোপণ ছাড়া বিকল্প কোন উপায় নেই। তাই এবার প্রতিপাদ্য ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ’। বসুন্ধরা শুভসংঘ যে উদ্যোগ নিয়েছে আমি নবনির্বাচিত চেয়ারম্যান পক্ষে থেকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আরও বেশি করে সামাজিক কাজ করতে পারে এজন্য শুভকামনা ও ধন্যবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক হেদায়েত বিন শাহনেওয়াজ সৌরভ,যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ আলী জাপান,মাহাবুব হোসেন বিপ্লব,দপ্তর সম্পাদক ইত্তেহাদ আজাদ দিহান,প্রচার সম্পাদক সৌরভ প্রমুখ।