বিশ্ব পরিবেশ দিবসে বীরগঞ্জ শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলায় শাখার উদ্যোগে অসহায়, গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছ।
৫ই জুন বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মাকড়াই ৬ নং ওয়ার্ডে শুভসংঘ স্কুল ক্যাম্পাসে প্রত্যেক উপকারভোগীদের কাছে আম, জাম, কাঠাল, সহ ৫০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় শুভসংঘের গাছ পেয়ে মিলি হেমরম বলেন, শুভসংঘ গাছ পেয়ে আমরা সত্যিই অবাক হয়েছি, কারণ তারা আমাদের পুষ্টির কথা চিন্তা করে বিনামূল্যে ফলজ গাছ উপহার দিল তার জন্য বসুন্ধরা শুভসংঘের সবাইকে ধন্যবাদ জানাই।
গাছের চারা বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ সারা দেশব্যাপী যে সামাজিক ও মানবিক কাজে আলোড়ন তৈরি করছে, তাদের এই মানবিক কাজ গুলো সারা দেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি, পাশাপাশি ফলজ গাছের চারা বিতরনে উপকারভোগীদের পুষ্টি চাহিদা পূরন করবে ও পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কন্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ , উপজেলা শুভসংঘের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক রাকেশ রায়, যুগ্ন সাধারন সম্পাদক তানভীর হোসেন, সাব্বির হোসেন, কার্যকরি সদস্য মাসুদ রানা, স্বজন বর্মন ও সাকিব হোসেন প্রমুখ ।