বিশ্ব পরিবেশ দিবসে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ বুধবার (৫ই জুন) আইইউবিএটি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নিমগাছ কাঠবাদাম গাছসহ বিভিন্ন প্রকার সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপন করা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি আইউবিএটির সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সামনান ওলি, আইইউবিএটিএর রক্ষণাবেক্ষণ ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ শাহিন মিয়া, মামুনুর রহমান, বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার শাখার সভাপতি জুহি জান্নাত মীম, সাধারণ সম্পাদক মাহতাব হুসাইন নাঈম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শিশির, সহ–সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক দীপ্ত পাল, দপ্তর সম্পাদক শাকিল শিকদার, অর্থ সম্পাদক নাফিজ হাসান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক হৃদয় পল্লব দাস, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইসমা আক্তার মুন্নি,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মানিক ও সাধারণ সদস্য সাম্মী রহমান।
বৃক্ষরোপণ প্রসঙ্গে সাদেকুল ইসলাম বলেন, ‘বৃক্ষ মামুষের পরম বন্ধু। প্রত্যেক ব্যক্তিকে হতে হবে বৃক্ষপ্রেমিক! বিশেষ দিনগুলোকে উপলক্ষ করে বৃক্ষরোপণ করলে সেটা ভালো কাজ দেবে। যেমন সেটা হতে পারে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ জন্মদিনে, সন্তানের জন্মদিনে, সন্তানের প্রথম স্কুলে যাওয়ার দিন, বিবাহবার্ষিকীতে, বিখ্যাত ব্যক্তিদের নামে, পরিবারের প্রত্যেক সদস্যের নামে, পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে বা অন্য কোনো বিশেষ কারণে।‘