বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা রোপন ও বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপন ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী এই কর্মসুচিতে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সহ বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শাখা কমিটির সদস্য এবং বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বুধবার সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে জলপাই গাছের চারা রোপন শেষে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এরপর দুপুরে জেলা পুলিশ লাইনস্ চত্তরে ফলজ ও বনজ গাছ রোপন করে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমের সাথে একাত্বতা প্রকাশ করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
এসময় শুভসংঘের সাধারন সম্পাদক রাশেদুল আলম লিটন জানান, ঠাকুরগাঁও বসুন্ধরা শুভসংঘ শুভকাজের মাধ্যমে সব সময় মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। সৃজনশীল ও মানবিক কাজের মাধ্যমে দেশের উন্নয়নের অংশিদার হবে বসুন্ধরা শুভসংঘ। চলতি বর্ষা মৌসুমে সারা জেলায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি চলমান রয়েছে।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও সহ সারা বাংলাদেশে মানুষের তুলনায় গাছ পরিমান অনেক কম। যার কারণে আমরা অক্সিজেন অনেক কম পাচ্ছি। এজন্য দেশের বনভ’মির বিস্তার বাড়াতে হবে। সকলকে খুব বেশি বেশি করে আরো গাছ রোপন করতে হবে। সেই সাথে রোপনকৃত গাছের যতœ নিতে হবে যেন গাছ কোন ভাবেই মরে না যায়। ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘ অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে। তাদের সাথে ঠাকুরগাঁও জেলা পুলিশ একাত্বতা ঘোষনা করছে। বসুন্ধরা শুভসংঘের প্রতিটি কাজে জেলা পুলিশের সহযোগীতা সবসময় থাকবে।
বিতরণ অনুষ্ঠানে শুভসংঘের জেলা কমিটির সভাপতি তাপস দেব নাথ, কেন্দ্রিয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক মালিহা মনজুর মৌমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মাহাফুজা ফারিহা মারজান, দেবস্মিতা সিংহ, ফারিয়াজ তাহসিন, ফিহা জুয়াইরিয়া জয়নব,জিস্তি , তৌহিদা, তাস্নিম, প্রাপ্তি, রোজ, মনি, উম্মে আতিয়া ,আফরিন জামান ইফতি, মিফতাহুল জান্নাত সোহানা মৃদুলা নুজহাত ও কালের কন্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন।