বাল্যবিবাহ রোধে বসুন্ধরা শুভসংঘের উঠান বৈঠক
ময়মনসিংহে বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখাaর উদ্যোগে বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা তৈরিতে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার চড়ারকান্দা গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা কৈশোরকালীন গর্ভধারণের কুফল ও ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করেন।
বাল্যবিবাহের কুফল জানতে পেরে বৈঠক শেষে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক মিনার বেগম বলেন, আমার স্বামী অল্প বয়সেই আমার মেয়েরে বিয়ে দিতে চায়। আমার মেয়েরে এখন আর বিয়ে দিতে দিমুনা। সে লেখাপড়া করে অনেক বড় হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম আকন্দ, সাধারণ সম্পাদক নাফিউন হাসান মুবীন, সদস্য সেতু, আবিদা জান্নাত, তুলশী, নুপুর, রিংকি প্রমুখ।
এ সময় সভাপতি আবু সায়েম আকন্দ বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলে সমাজের পিছিয়ে পড়া নারীদের মাঝে সামাজিক সচেতনতা তৈরি করার জন্য আমাদের এ উদ্যোগ।