বারেকটিলায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা পেল দুপুরের খাবার

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারতের মেঘালয়ের পাদদেশে বারিকটিলায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের ১২০ শিক্ষার্থীরা পেল দুপুরের খাবার। সম্প্রতি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সমতল থেকে ৫ শত ফুট উপরে শুভসংঘ স্কুলটির অবস্থান। 

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার মেঘালয় পাহাড় ঘেঁষে বারিকটিলার পাঁচ শত পরিবারে আড়াই হাজার লোক বসবাস করে। কিন্তু বারেকটিলা ও এর আশে পাশে তিন বর্গকিলোমিটার এলাকায় কোন প্রাথমিক বিদ্যালয় নেই। এসব শিশুদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে বসুন্ধরা শুভসংঘ বিদ্যালয় চালু করে। বর্তমানে বিদ্যালয়টির প্রাক প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণিতে ১২০ জন শিশু বিদ্যালয়টিতে পড়ছে। তাদের বই খাতা,কলম, স্কুল ব্যাগ,জুতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিচ্ছে।

বিদ্যালয়টি ২য় শ্রেণির ছাত্র উইশান জানান,স্কুল না থাকায় লেখাপড়ার সুযোগ পায়নি,বাড়ির পাশেি বসুন্ধরা স্কুল করায় পড়ার সুযোগ পেয়েছি। স্কুল থেকে বই খাতা কলম ব্যাগ বিনামূল্যে দিয়েছে। আজকে দুপুরে খাবার প্যাকেট দিয়েছে। প্রায় সময়ই বিভিন্ন শিক্ষা উপকরণ পেয়েছি।

স্থানীয় বাসিন্দা এরশাদ আলী জানান,বসুন্ধরা শুভসংঘ স্কুলটি এখানে চালু করায় এই এলাকার অবহেলিত শিশুরা লেখা পড়ার সুযোগ পেয়েছে। বসুন্ধরা শুভসংঘ প্রায় সময় বিভিন্ন উপকরণ বিতরণ করে স্কুলে। এতে করে আমাদের অনেকে উপকার হয়েছে। আজকে শিশু শিক্ষার্থীদের খাবার প্যাকেট দেয়া হয়েছে।

ছাত্র অভিভাবক আলাউদ্দিন মিয়া বলেন, বসুন্ধরা গ্রুপের কাছে আমরা কৃতজ্ঞ কারন তারা আমাদের পিছিয়ে পড়া পাহাড়ের শিশুদের শিক্ষার আলোতে আলোকিত করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেনি। 

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া জানান, বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শুভসংঘ স্কুলটি বারেকটিলায় বসবাসকারী শিশুদের স্কুল মুখি করেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *