বসুন্ধারা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বালিয়াকান্দির ৭ গ্রামের যুবকদের নিয়ে মাদক নির্মূল সমাবেশ অনুষ্ঠিত
বসুন্ধারা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে “জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন-মাদক নয়, মৃত্যু নয় মাদক মুক্ত সুন্দর জীবন চাই” -এই স্লোগানকে সামনে রেখে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৭টি গ্রামের যুবকদের নিয়ে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে মাদক নির্মূল র্যালি, মাদক বিরোধী শপথ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশের সহযোগিতায় ছিলো, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তর,শান্তিমিশন যুব সংঘ ও স্বপ্নের রাজবাড়ী।
মঙ্গলবার দুপুরে সমাবেশ শুরুর পূর্বে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বৃহত্তর বহরপুর বাজার সড়কে একটি মাদক বিরোধী র্যালি করা হয়। র্যালি শেষে স্থানীয় চর বহরপুর শান্তি মিশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম (নিম হাকিম)। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম আবুল আবুল কালাম আজাদ পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন কুমার সাহা, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন, রাজবাড়ী মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিািনধি ও স্বপ্নের রাজবাড়ী’র সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
সমাবেশে ইতোমধ্যে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষনা করা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরবহরপুর শান্তিমিশন স্মার্ট গ্রাম, দিলুলপুর, চর বহরপুর উত্তরপাড়া, চর ফরিদপুর, নতুন চর, দহর পাঁচুরিয়া ও একরজনা গ্রামের যুবকরা অংশ গ্রহণ করেন। সাম্প্রতিক সময়ে এ গ্রাম গুলো থেকে মাদকসেবীদের আটক করে আইনশৃৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্ক এখন শান্তিমিশন সহ ওই ৭টি গ্রামের বাসিন্দারা। তবে এ গ্রাম গুলোতে যারা মাদক বিরোধী ও নির্মূল কমিটি রয়েছে তাদের মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে রাজবাড়ী পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থেকে মাদকের বিরুদ্ধে কাজ করে যেতে সহযোগিতা করার কথা জানিয়েছেন।
পরে পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদসহ আগত অতিথিদের ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম ( নিম হাকিম)। এর আগে অতিথিরা পরে ড. নিম হাকিমের শান্তিমিশন মেডিসিন্যাল প্লান্টের জিন ব্যাংক পরিদর্শন করেন। এ জিন ব্যাংকে ৭০১ প্রজাতির ঔষধিসহ বিভিন্ন গাছ ঘুরে দেখেন।
পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ বলেন, এই ৭টি গ্রামসহ পর্যায়ক্রমে বহরপুর ইউনিয়ন মাদকমুক্ত হিসেবে ঘোষনা করা হবে। বসুন্ধারা শুভসংঘসহ যারা এ আয়োজন করেছেন তাদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, এ কার্যক্রম এগিয়ে নিতে হবে। ব্যতিক্রমী এই কার্যক্রম অব্যাহত রাখরও আহবান জানান।