বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ
বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) রাজশাহী কলেজ রোড এলাকার অর্ধশতাধিক পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি এহসানুল হক, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক, তৌহিদুল ইসলাম নূহ, ক্রীড়া সম্পাদক, আরমান শুভ, প্রচার সম্পাদক প্রিয়াঙ্কা সরকার, কানিজ ফাতেমা মিথিলা সদস্য তামান্না সুলতানা মেরিনা, মেহরাব হোসেন অপি, ঐশী, শুভাশিস মৌলিক তন্ময় সেন ও বাপ্পি সরকার।
ইফতার বিতরণ প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সদস্যরা বলেন, ‘আমরা শুভসংঘের মাধ্যমে সব সময় চেষ্টা করি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে থাকার। তারই ধারাবাহিকতায় আজ অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি।