বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১মে) সকালে দিনাজপুর সরকারি কলেজের কম্পাসে বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার বন্ধুরা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জেহাদ সরকার,উচ্চ মাধ্যমিক শাখার তত্বাবধায়ক শেখ মাহতাবুল হক।
দিনাজপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জেহাদ সরকার বলেন, মহান আল্লাহ তোমাদের ভালো করুক, এভাবেই সর্বদা ভালো কাজের সাথে তোমরা থেকো, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। তোমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।
দিনাজপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার তত্বাবধায়ক শেখ মাহতাবুল হক বলেন, বৃক্ষরোপণ নিঃসন্দেহে সবথেকে উত্তম কর্মসূচি, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আর এভাবেই দেশের মানুষের কল্যাণ হবে। কারণ বিশ্বব্যাপী আবহাওয়ার যে পরিবর্তন তা বৃক্ষরোপণ ছাড়া মোকাবেলা করার সম্ভব নয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াছির আরাফাত (রাফি),দিনাজপুর জেলা শাখার প্রচার সম্পাদক মো: তাহাসিন ওয়ারিদ,দিনাজপুর সরকারি কলেজ শাখার কার্যকরী সদস্য অভয় রায়,মো: স্বপন আলী,জোতির্ময় রায়,জয় শেখ আব্দুল্লাহ আল মুরাদ,তূর্য হাসান, মাহাবুব উর রহমান,সবুজ ইসলাম,আরিফ হাসান,রাফিনা হাসনিন রিমা,মারজিয়া সুলতানা মিতু,স্বপ্না রয়,সোনিয়া রয়,নূর আলিফ প্রমুখ