বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়ায় কথাসাহিত্যিকদেরনিয়ে মতবিনিময় ও সংবর্ধনা

 

বসুন্ধরা গ্রুপের মানবিক সহয়তা সংগঠন শুভসংঘ এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২২এপ্রিল সোমবার সকাল ১১টায় বরিশাল জেলার আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে কবি, গল্পকার, কথাসাহিত্যিক, প্রবন্ধকার, সম্প্রীতি সাহিত্য সমাজকে নিয়ে আড্ড, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ‘শোকের রনতরী’ বইয়ের লেখক কথাসাহিত্যিক জেমস্ রিপন বাড়ৈকে সংবর্ধনা দেয়াহয়েছে। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে। সভায় সভাপতিত্বকরেন বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা ও কালেরকন্ঠ প্রতিনিধি এসএম ওমর আলী সানি।
কথাসাহিত্যিক জেমস্ রিপন বাড়ৈ বলেন, আমার লেখা ‘শোকের রনতরী’ বই একুশে বই মেলায় প্রকাশ হয়েছে। আমি ছোটবেলা থেকে লেখা লেখি পছন্দ করতার। আমি বেসরকারি একটি সংস্থায় চাকুরি করতাম। চাকুরির কারনে লেখালেখির তেমন সময় পেতামনা। চাকুরি থেকে অবসরে গিয়ে এখন বই লিখেছি। আজ আমাকে বসুন্ধরা গ্রুপের মানবিক সহয়তা সংগঠন শুভসংঘ যে সংবর্ধনা দিয়েছে আমি একজন লেখক হিসেবে আনন্দিত ও গর্বিত। বসুন্ধরা শুভসংঘর ভালো কাজগুলোর সাথে আমি সবসময় থাকবো।

বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক এসএম ওমর আলী সানি বলেন, যুগের অবর্তমানে সাহিত্য হারিয়ে যাচ্ছে। সাহিত্যকে চর্চা করতে হবে। সাহিত্য হলো মনে খোরাক। সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে আমরা বেশি বেশি বই পড়বো। পরিবারে সকলকে বই পড়তে উৎসাহিত করবো। ভালো ভালো লেখকদের বই পড়লে জ্ঞান বাড়ে। বই মানুষকে ষভ্যতা শিখায়।

এসময় বক্তব্য রাখেন, সাকেব প্রধান শিক্ষক ও লেখক সুনীল কুমার বাড়ৈ, জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ অধ্যক্ষ (অব.) ড.বিনয় ভূষণ রায়, কথাসাহিত্যিক ভীষ্মদেব বড়ৈ, কথাসাহিত্যিক মহাদেব বসু, সভায় কবি জেমস্ রিপন বাড়ৈ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য সাংবাদিক এসএম ওমর আলী সানি, শিক্ষক মো. আজাদ রহমান, আগৈলঝাড়া সম্প্রীতি সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক মো. লিটন বিশ্বাস, সম্প্রীতি সাহিত্য সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ রায় পলাশ, সাবেক শিক্ষক আভা মুখার্জী, সাংবাদিব মনিষ চন্দ্র বিশ্বাস, কবি উৎপল চক্রবর্তী, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার সহপভাপতি আয়কর আইনজীবী সমিরন রায়, ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস, সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন শাহ্, সাংগঠনিক সম্পাদক সাবিক খান, সাব্বির খন্দকার।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *