বসুন্ধরা শুভসংঘের সদস্যদের তুলিতে রঙিন হলো তেঁতুলিয়া ডাকবাংলো

পঞ্চগড়ের সীমান্ত এলাকা তেঁতুলিয়া। দেশের সর্ব উত্তর অবস্থিত এই উপজেলাটির প্রাণ প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। পর্যটকদের দারুন পছন্দের জায়গা তেঁতুলিয়ার জেলা পরিষদের ডাকবাংলো। এই ডাকবাংলোটি ভারত বাংলাদেশ সীমান্ত নদী মহানন্দা তীরে অবস্থিত। এপাড়ে বাংলাদেশ আর নদীর ওইপাড়ে ভারত। শরতের মেঘমুক্ত আকাশে এই স্থানটি থেকে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা খালি চোখেই ধরা দেয় প্রকৃতিপ্রেমিদের। সারা দেশে যখন গ্রাফিতি ও দেয়ালচিত্র অঙ্কনে সাড়া ফেলেছে তরুণরা সেখানে বসে নেই বসুন্ধরা শুভসংঘের সদস্যরাও। তারাও প্রান্তিক এই উপজেলার অন্যতম দর্শনীয় স্থানটির সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। তেঁতুলিয়া ডাকবাংলোর বিবর্ণ দেয়ালগুলো সোমবার থেকে রঙিন করার কাজ শুরু করে তারা। দেয়ালগুলোতে তরুণ শিক্ষার্থীরা দেশের দেশের পতাকা, প্রাণ প্রকৃতিসহ নানা গ্রাফিতিতে রঙিন করে তোলে। প্রতিটি তুলিতে ফুটে উঠে এক একটি দৃশ্যপট। সজিব হয়ে উঠে বিবর্ণ দেয়ালগুলো। দিনভর পরিশ্রম করে শুভসংঘের সদস্যসহ একদল তরুণ উদ্যোমী তরুণরা এই শুভকাজে অংশ নেয়। তেঁতুলিয়া শুভসংঘের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবরীন শুভা, সদস্য নওশীন আনান নোভা, ফারহানা সুধা, ওয়াফিয়া জাহিন, কানন ও ইভাসহ শুভসংঘের সদস্যরা অংশ নেন অংকনে। এ সময় অন্যদের মধ্যে বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া শাখার সভাপতি হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া শাখার সভাপতি হুমায়ুন কবীর বলেন, শুভসংঘ সব সময় ভালো কাজের সাথে আছে। মানুষের দুঃখ কষ্টে শুভসংঘ এর আগে বার বার পাশে দাঁড়িয়েছে। এবারো আমরা একদল উদ্যোমী তরুণদের নিয়ে তেঁতুলিয়া ডাকবাংলোর বিবর্ণ দেয়ালগুলোতে গ্রাফিতির মাধ্যমে রঙিন ও দৃষ্টিনন্দর করার উদ্যোগ নেই। এভাবেই আমরা ভালো কাজের সাথে সব সময় নিজেকে রাখতে চাই। আমাদের গ্রাফিতির এই কাজ চলমান থাকবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *