বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে অসচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা
রাজধানীর কাফরুল থানা এলাকার গৃহকর্মী সেলিনা বেগম অনেক দিন ধরে অভাব–অনটনের মধ্যে দিনযাপন করছেন। কর্মহীন স্বামী–সন্তানকে নিয়ে সংসারের সব দায়িত্ব তার ওপর। আর্থিক অসচ্ছলতার কারণে প্রায়ই খাবার সংকটে পড়েন তিনি। স্বামী কাজ করতে না পারায় তার পরিবারের আয়ের কোনো স্থায়ী উৎস নেই। তাই সেলিনা বেগম গৃহকর্মীর কাজ করে যা আয় করেন তা দিয়েই টেনে টেনে সংসার চালাতে হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার (৫ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার পক্ষ থেকে সেলিনা বেগমের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে। শুভসংঘের সদস্যরা তাকে চাল, ডাল, তেল, আটা, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেছেন। এই সহায়তা পেয়ে সেলিনা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বসুন্ধরা শুভসংঘ সদস্যরা জানান, বসুন্ধরা শুভসংঘ সব সময় সমাজের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বসুন্ধরা শুভসংঘের এই মহৎ উদ্যোগে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।