বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গলাচিপায় ইফতার ও পটুয়াখালী মহিলা কলেজে নতুন কাপড় বিতরণ
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে ৩০ জন অসহায় এতিম শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে সারা দেশে অসহায় দরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার বিকেল ৪টায় গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায় ৩০ জন অসহায় এতিম শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেদওয়ান করিম তালাল, গলাচিপা প্রকল্প বাস্তবায়নের সহকারী প্রকৌশলী এমএম আসাদুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান প্রমুখ।
এদিকে বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে ১০ জন অসহায় দরিদ্র নারীদের মধ্যে ঈদের নতুন কাপড় বিতণ করা হয়েছে। বৃদ্ধ ফাতেমা বেগম (৭০) ঈদের নতুন কাপড় পেয়ে বলেন, আমি বিধবা মানুষ। মেয়ের সংসারে থাহি। দুই বছর নতুন কাপড় পড়ি না। আমারে বসুন্ধরা শুভসংঘ নতুন কাপড় দিছে। আল্লায় হ্যাগে আরো দেওয়ার তফিক (তৌফিক) দান করুক। আমি হ্যাগো লইগ্যা নামাজ পইড়া দোয়া করমু।
বিধবা ছফুরা বেগম (৭২) বলেন, আমি বিধবা মানুষ।আমারে ক্উে নতুন কাপড় দেয় না। গত বছর বসুন্ধরা গ্রুপ আমারে ঈদের নতুন কাপড় দিছিল। ওই একটা কাপড় এহোনো পড়ি। এইবার আমারে নতুন কাপড় না দিলে আর কাপড় পাইতাম না। বুড়া মানুষ তাই মাইষ্যোর বাড়ি যাইতেও পারি না। যারা আমারে কাপড় দিছে আমি হ্যাগো লইগ্যা দোয়া করি।
ঈদ উপলক্ষে নতুন কাপড় বিতরণের সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ পটুয়াখাালী সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার, দপ্তর সম্পাদক তহুরা সারমিন, সহ অর্থ সম্পাদক ফিমা প্রমুখ।