বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও পানি বিতরণ

 

ষাটোর্ধ রিকশা চালক মইনুল মুন্সি। চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। এই তপ্ত রোদে রিকশা চালিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যান। মাথায় নেই কোন রোদ নিবারণের ছাতা বা টুপি। এই অবস্থা প্রায় নগরীর বেশিরভাগ শ্রমজীবি মানুষের মাঝে।

বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে এইসব শ্রমজীবি মানুষের মাঝে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর ও দুই নাম্বার গেইট এলাকায় দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়।

তীব্র দাবদাহের মাঝে বসুন্ধরা শুভসংঘের এসব উপহার পেয়ে কিছুটা ভালো অনুভব করেন শ্রমজীবী এ মানুষগুলো। বসুন্ধরা শুভসংঘের জন্য দোয়া করেন এবং এই ধরনের কাজ চলমাণ রাখার অনুরোধ জানান।

বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক একা দেবী বলেন, ‘গরমের তীব্রতা চলাকালীন খাবার স্যালাইন ও পানি বিতরণ চলমান থাকবে। আমরা পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন পয়েন্টে এসব জিনিস বিতরণ করব। এছাড়াও সারা চট্টগ্রাম জুড়ে আমরা দুই হাজার গাছ পর্যায়ক্রমে লাগাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক শুভ পালিত, সদস্য আমির খসরু প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *