বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ জানলো শিক্ষার্থীরা

 

মুন্সিগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (১১ মার্চ) সকালে জেলার সদর উপজেলার মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে মালিপাথর গণ বিদ্যাপীঠ ও মালিপাথর মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে দেওয়া হয়। এ সময় আয়োজকরা জানান, এই আয়োজনের মূলত দুটি উদ্দেশ্য। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা ও কোমলমতি শিশুদের ভেতর সমাজসেবামূলক কাজের আগ্রহ সৃষ্টি করা। ভবিষ্যতেও সংগঠনের সদস্যরা তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম চলমান রাখবেন।


আয়োজনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, কার্যকরী সদস্য শাহানাজ বেগম, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান এবং দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ।

বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত, যুগ্ম সম্পাদক রিয়ন ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন শুভ, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মো. ইকরামুল হাসান, প্রচার সম্পাদক আসমাউল হুসনা মালিহা, সমাজকল্যাণ সম্পাদক আহসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সূবর্না শেখ, নারী বিষয়ক সম্পাদক মিফতাহুল তোয়া, সাধারণ সদস্য মো. শিহাব হোসেন ও সাবিহা আক্তার প্রমুখ।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *