বসুন্ধরা শুভসংঘের ইফতার পেল উখিয়ার সুবিধাবঞ্চিত মানুষ
বসুন্ধরা শুভসংঘ উখিয়া উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার (৩০ মার্চ) রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে ।বাসস্ট্যান্ড এলাকায় সারা দিন কাজ করার পর ক্লান্ত শরীরে ইফতার পেয়ে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক রবিউল হাসান শিমুল, সদস্য তানবীর রহমান জাহিন, ফারহান শাহরিয়ার রফি, নুর ইফাজ জারিফ , আব্দুর রহমান, তারেক আজাদ , মুক্তাদির নিবরাজ, মেহেদী হাসান নিশাত, রশিদ আহমদ, আছিউর রহমান, হুমায়ুন কবির।