বসুন্ধরা শুভসংঘের ইফতারে এতিম শিশুদের মুখে হাসি ফুটেছে
বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার রুপনারায়ানকুড়া ইউনিয়ন এর আয়নাতলী গ্রামে এতিম শিশুদের নিয়ে ইফতার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। ইফতার মাহফিলে ২৫ জন শিশু অংশ নেয় সেখানে তাদের ইফতারের বিভিন্ন মুখরোচক খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
ইফতার মাহফিলে রহিম নামে এক শিশু বলে, ‘আমার বাবা–মা দুজনেই মারা গেছেন। আমি আমার দাদার সাথে থাকি। রমজান মাসে অন্যরা ইফতার করে, কিন্তু আমার কাছে ইফতারের জন্য খাবার কেনার সামর্থ্য নেই। আজ বসুন্ধরা শুভসংঘের ইফতারে আমি ইফতার করতে পেরে খুব খুশি।‘
ইফতার আয়োজনে বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি রুহুল সিদ্দিকী রোমান, সহ সভাপতি ইবাদ মোল্লা, সাধারণ সম্পাদক সায়মা খাতুন, মিমি,মৌটুসী, তাবাসসুম, মসজিদ কমিটির সদস্যসহ এতিমখানা শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
সায়মা খাতুন বলেন, ‘ রমজান মাস হলো সহানুভূতি ও সহমর্মিতার মাস। এই মাসে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার চেষ্টা করি। আমরা আশা করি এই ইফতারের মাধ্যমে আমরা এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে পেরেছি।‘
ইফতারের আগে বসুন্ধরা গ্রুপ এবং বসুন্ধরা শুভসংঘের সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।