বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও গভ কলেজ অব অ্যাপ্লাইউ হিউম্যান সাইন্স কলেজ শাখার সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বসুন্ধরা শুভসংঘের সারাদেশে চলমান ও সম্ভাব্য কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শরীফ মাহদী আশরাফ জীবন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আবির খান, প্রচার–প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ মো. হাসিবুর রহমান হাসিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আমিনুর রহমান, সামনান ওলি, জসীম উদ্দীন, সাইফুল ইসলাম, গভ কলেজ অব অ্যাপ্লাইউ হিউম্যান সাইন্স কলেজ শাখার মুসলেমিনা সুলতানা, নুরে জান্নাত, লাবণ্য মল্লিক ইডেন কলেজ শাখার ফারিয়া হক তাজিম, সানজিদা নীলা, ইফফাত সুলতানা, তাসলিমা সুলতানা।
আলোচনা সভায় আমিনুর রহমান জানায়, বসুন্ধরা শুভসংঘে কাজ করতে পেরে আমরা প্রত্যেকে অনেক আনন্দিত। মূলধারা সংগঠন হিসেবে বসুন্ধরা শুভসংঘের অনেক সুখ্যাতি আছে। বসুন্ধরা শুভসংঘ থেকে প্রতি মাসে প্রাপ্ত শিক্ষাবৃত্তি অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করছে। বর্তমানে দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘের মানবিক কাজ আরো বৃদ্ধি পাচ্ছে ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে আমরা আশাবাদী সব সময় বসুন্ধরা শুভসংঘের এ ধরনের মানবিক কাজ অবৈধ থাকবে।
আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম জানায়, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান মহোদয়ের নির্দেশনায় সারাদেশে শুভসংঘ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য বসুন্ধরা শুভসংঘ স্কুল ও গ্রামীণ অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র তৈরীর প্রক্রিয়া চলছে। এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, পাঠাগার, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থাকবে যার মাধ্যমে গ্রামীন পিছিয়ে পরা মানুষরা উপকৃত হবে৷