বসুন্ধরা শুভসংঘের আয়োজনে হতদরিদ্র মহিলাকে খাদ্য সহায়তা

 

বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২৫ জুন) দুইজন হতদরিদ্র মহিলার হাতে সাত দিনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীতে চাল,ডাল, তেল, চিনি, লবন, সেমাই, শুকনো খাবার ও মুরগীর মাংস দেওয়া হয়েছে।

খাদ্য সহায়তা পেয়ে পঞ্চাশোর্ধ বিধবা রাশিদা বেগম জানায়, তার একমাত্র সন্তান অসুস্থ, ফলে তার কাজ করার সামর্থ্য নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে রাশিদা বাসাবাড়িতে কাজ করে কোনোরকমে দিন কাটাতেন। বর্তমানে কাজের অভাব এবং শারীরিক অসুস্থতার কারণে রাশিদার পরিবারে নেমে আসে চরম খাদ্য সংকট। বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেয়ে রাশিদা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা তার জন্য আশীর্বাদস্বরূপ। 

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সদস্য নাজমুল হাসান মারুফ, আলিফ জাহেরি, রেদেয়ান ইসরাম, সাদিয়া আক্তার মীম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *