বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মোবাইল ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা
বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে মোবাইল ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে রাজধানীর মিরপুর–১৪ নম্বর সেকশনে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শ্রেনী কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রেজেন্টেশনেরর মাধ্যমে অংশগ্রহণকারীদের ফটোগ্রাফি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে তারা নিজেদের দক্ষতা আরো বাড়িয়ে নিতে পারেন। কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে ফটোগ্রাফি নিয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবে।
কর্মশালায় অংশগ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘের সদস্য বিথি রায়, দিবা দেবনাথ, ওয়ালী খান ইউসুফযাই, আব্দুল্লাহ আল রাজিন, আলিফ বিন জামান, আলিফ জাহেরি, সেজুতি আক্তার, অন্বেষা পাল পূজা, বীথি রয়, মাহাদী রশিদ, নাজমুল হাসান মারুফ, অর্পিতা চাকমা, নুসরাত জাহান শ্রাবনী, সাদিয়া আক্তার মিম, সাজ্জাদুর রহমান শেখ, তৌফিক আল সাদিফ, এরোমা জাবিন, রুফাইফা আক্তার প্রমুখ।