বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কুরআন শরীফ বিতরণ
বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে রাজধানীর মিরপুরের টিনশেড বস্তির টেকপাড়া জামে মসজিদের মক্তব পড়ুতা ২০ জন শিশুর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য তৌফিক আল সাদিফ, ওয়ালী খান, নাজমুল হাসান মারুফ, আব্দুল্লাহ আল রাজিন।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানায়, বসুন্ধরা শুভসংঘ সূচনালগ্ন থেকেই দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা ভবিষ্যতেও এরই ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।
পবিত্র কুরআন শরীফ বিতরণ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।