বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এতিম শিশুদের নিয়ে ইফতার
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে এতিম ও হাফেজ শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে এসে অরিফুল ইসলাম বলেন ” রমজানে আজগো (আজ) এই প্রথম পেট ভরে খাইলাম, ওনারা ফল দিসে, জুস দিসে আবার প্লেট ভরে খাওন দিসে। মেলা দিন পরে মোরা সবাই এক সাথে খাইসি এখন ইদের মত আনন্দ হয়তাসে। ওনারা আজকে না খাওয়ালে প্রতিদিন মতো আজকেও মুড়ি আর খালি পানি দিয়া ইফতার করতাম। আজ বসুন্ধরা শুভসংঘের সকলের জন্য নামাজ পরে দোয়া করমু।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সদস্য তৌহিদুর ইসলাম সাগর, মোহাম্মদ হাসান ফকির, তাওহিদ হাসান অলি, সিহাব হোসেন,রাকিব হাসান।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সদস্য তৌহিদুর ইসলাম সাগর জানায়, আমরা সবসময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রমজানে অনেকে শিশুরা আছে যারা ঠিকমতো ইফতার করতে পারে। এরকম কিছু শিশুদের নিয়ে আজ আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমরা সবসময়ই এরকম শিশুদের পাশে থেকে কাজ করে যাবো৷