বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ইফতার বিতরণ
বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স শাখার আয়োজনে আজ শনিবার (২৩ মার্চ) রাজধানীর নিউমার্কেট ও আজিমপুর এলাকার রিক্সাচালক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচীতে করিম মিয়া নামে এক রিকশাচালক বলেন, ঢাকা শহরে রিকশা চালাই বাবা যে রোজগার তা দিয়ে সংসারে ঠিক মতো চলেনা,আর নিজে কি খামু?? বুইড়্যা মানুষ বইলা অনেকে রিকশায় উঠতেই চায় না। ভালো খাবার দিয়ে ইফতারও করতে পারি না। তোমগো খাবার দিয়ে আইজ ইফতার করমু। আল্লাহ তোমাগো ভালো করুক।“
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানা, সাধারণ সম্পাদক এশা ইসলাম, সদস্য লাবণ্য মল্লিক, সানজিদা ইসলাম, সাদিয়া জান্নাত সুন্নাহ, নুরে রিতিকা রীতি, আনিকা ইসলাম, লামিয়া আক্তার।
ইফতার বিতরণ শেষে সভাপতি মুসলেমিনা বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের জন্য ভালো কাজ করে আসছে। শুভ কাজের সাক্ষী হতে পারলে নিজের মধ্যে অন্যরকম তৃপ্তি কাজ করে। আমাদের শুভ লাকের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।