বগুড়ায় স্যালাইন-পানি নিয়ে শ্রমজীবীদের পাশে শুভসংঘ

 

তীব্র দাবদাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কারণ তীব্র তাপমাত্রা উপেক্ষা করে জীবন-জীবিকার তাগিদে তাদের অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে। তাদের কথা চিন্তা করে শ্রমজীবীদের ক্লান্তি দূর করতে ও একটু স্বস্তির ব্যবস্থা করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখা।
মঙ্গলবার দুপুর ২টায় শহরের ফুলবাড়ি কলেজ বটতলা এলাকায় শতাধিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সদস্যরা।
এসময় বসুন্ধরা শুভসংঘ বগুড়া শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোস্তফা মাহমুদ শাওন, সভাপতি ডা. সিরাজুল ইসলাম ফাইন, সহ-সভাপতি মাহমুদুন্নবী রাসেল, সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দনসহ অন্যান্য শুভার্থীরা উপস্থিত ছিলেন।
রিকশাচালক নজমল হক জানান, এই গরমে শরীর না চললেও পরিবারের খরচ চালাতে বাধ্য হয়েই রিকশা চালাতে হচ্ছে। তিনি বলেন, ‘হামকেরে জন্নি যে কুনু মানুষ পানি আর স্যালাইন লিয়ে এই তাপের মদ্দেও আস্তাত খাড়া হয়া থাকপি, তা ভাববের পারিনি। হামাকেরে মতোন যারা কষ্ট করে কাজকামে বাড়ির বার হচে, তারকেরে জন্নি এই পানি আর স্যালাইন খুবই উপুকুরোত আসপি।’
সভাপতি ডা. সিরাজুল ইসলাম ফাইন বলেন, ‘সকল মানুষই যদি নিজ নিজ জায়গা থেকে তীব্র গরমে কষ্ট পাওয়া মানুষদের পাশে দাঁড়ায়, তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *