বগুড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খাদ্য সহায়তা দিলো শুভসংঘ
এক ছেলে ৫ম শ্রেণিতে এবং মেয়ে ৩য় শ্রেণিতে পড়ে। কিন্তু হাতে কোন কাজ নেই আলহাজ মিয়ার। কারণ ছোট বেলায় সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অনেকটা অপ্রকৃতিস্থ অবস্থা তাঁর। মাঝে মাঝেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে কোন কাজ জোটেনা। স্ত্রী অন্যের বাসায় ঝিয়ের কাজ করে যা আয় করেন তাই দিয়ে ৪ সদস্যের পরিবার চালাতে হয়। এজন্য কোন বেলা খেয়ে, কোন বেলা না খেয়ে দিন কাটে এই পরিবারের।
বগুড়া শহরের নারুলী দক্ষিণপাড়ার বাসিন্দা আলহাজ মিয়ার এই করুণ অবস্থা জানতে পারে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। পরে শনিবার দুপুরে তাঁর হাতে তুলে দেওয়া হয় খাদ্য সহায়তা। চাল, তেল, আলু ও পেঁয়াজ সহায়তা পেয়ে আনন্দ অশ্রু দেখা দেয় আলহাজের চোখে। আবেগে তিনি বলেন, ‘মানুষ পাগল ভেবে কাজ দেয়না। মাথা ভালো থাকলে এলাকার চায়ের দোকানে পানি এনে দিয়ে ১০ থেকে ২০ টাকা পাই। তা দিয়ে দুই বাচ্চার পড়ার খরচও হয়না। বউ মানষের বাড়িত কামকাজ করে যা পায় তাই খায়া থাকা লাগে। এই সাহায্য পায়া হামার পরিবারের খুবই উপুকার হলো। অন্ততঃ একমাস খাওয়ার চিন্তে করা লাগবিনে। আল্লায় আপনিকেরে ভালো করবি, এই দোয়া করি।’
আলহাজ মিয়াকে খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহসাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সজীব, নাহিদ, হিমেলসহ অন্যান্য শুভার্থীগণ।