বগুড়ায় নিরাপদ সড়ক দিবসে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২০১৭ সালের ২২ অক্টোবর থেকে জাতীয়ভাবে দিবসটি পালিত হয়ে আসছে। প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।
জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। যানবাহনের চালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা। ‘ঝুঁকি নিয়ে সময় না বাঁচাই, সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যাই‘ প্রতিপাদ্যে দিবসটি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখা।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে জেলা শহরের সাতমাথা, শেরপুর রোড, জজ কোর্ট ও জেলখানা মোড়সহ বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলের ট্রাফিক নিয়ম ও সচেতনতার বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
সচেতনতামূলক লিফলেট হাতে পেয়ে রিকশাচালক বুলু মিয়া বলেন, ‘আস্তার (রাস্তার) এ্যাতো নিয়ম ক্যানুন জানিচ্চুনু (জানা ছিল) না। আজক্যা লিফলেট প্যায়া অনেক কিছু জ্যানবার পানু। এহন থিক্যা নিয়ম ম্যানা গাড়ি চালামু।‘
আরেক রিকশাচালক সানাউল্লাহ বলেন, ‘এই কগজকোনা সারাক্ষুণ সাথোত থুমু, আর সগলিকি (সকলকে) সচেতন করমু।‘
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহ সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, ট্রাফিক সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল, সমাজসেবক হেলাল উদ্দিনসহ সিয়াম, সাদমান, জান্নাতুল, সাজিদ, সাকিব, আবির, নাজমুল প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ কর্মসূচি প্রসঙ্গে ট্রাফিক সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল বলেন, বসুন্ধরা শুভসংঘ আজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব অর্থবহ করে তুললো। ভবিষ্যতেও তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশা করি।