বগুড়ায় এতিম ও দুস্থদের নিয়ে শুভসংঘের ইফতার ও রাতের খাবারের আয়োজন
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় এতিম ও দুস্থদের নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিল ও রাতের খাবারের। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জলেশ^রীতলা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অর্ধশত এতিম ও দুস্থ মানুষ অংশ নেন।
ইফতার মাহফিলে অংশ নেওয়া এতিম শিশু রাজিয়া খাতুন বলেন, ‘হামরা ওজা(রোজা) থ্যাকে মুড়ি আর পানি দিয়ে ইসতের(ইফতার) করি। আজ এটি হামাকেরে খুবই ভালো খাওয়া হচে।’
বগুড়া শুভসংঘ আয়োজিত ইফতার মাহফিলে জেলা শাখার সহসভাপতি কামরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সাংগঠনিক সম্পাদক সরিফুর রশিদ রুমেল, শুভার্থী সীমান্ত মুরাদ, রাকিব, রিফাত প্রমুখ অংশ নেন। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন কামরুল ইসলাম রিপন।