ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানে পানি সরবরাহ লাইন স্থাপনে ১৫ হাজার টাকা অনুদান দিল ‘বসুন্ধরা’ ‘শুভসংঘ’
পূর্বে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফেনী পৌর এলাকার আরামবাগের আবুল মামা কমপ্লেক্স এতিমখানা ও নুরানী মাদরাসায় পৌরসভার পানি সরবরাহ লাইন স্থাপনের জন্য ১৫ হাজার টাকা নগদ অনুদান দিয়েছে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘ’।
বুধবার দুপুরে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক নুরুল আমিন বাচ্চুর হাতে এ অনুদান তুলে দেন অতিথিরা। ফেনী বাজারের নিউ মার্কেটে একটি ব্যাবসা প্রতিষ্ঠানে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় ‘শুভসংঘ’ জেলা সভাপতি ফয়জুল হক বাপ্প্রি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকির সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতি – ‘বাজুস’ ফেনী শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, ফেনী চেম্বারের পরিচালক মুশফিকুর রহমান পিপুল। ‘শুভসংঘে’র সাম্প্রতিক নানা কর্মকান্ড তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সংগঠক আনোয়ারুল ইসলাম, মহিম উদ্দিন পৃথীবি, মনিরুল ইসলাম রিয়াজ, মাদরাসার পরিচালক মো. সৌরভ প্রমূখ।
প্রসঙ্গত, সম্প্রতি আরামবাগের ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসবকালে মাদরাসা কর্তৃপক্ষ পৌরসভার পানি সরবরাহ লাইন স্থাপনে ১৫ হাজার টাকা অনুদানের আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ‘শুভসংঘ’ সদস্যরা বুধবার এ অনুদান হস্তান্তর করেন।