ফেনীতে ৩০০ প্যাকেট খিচুড়ি বিলি ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র চাল, পানিসহ নানা সামগ্রী পেল ১০ পরিবার

 

ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী, মাথিয়ারা, জেলেপাড়া, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগোবিন্দ, দক্ষিণ বারাহিগোবিন্দসহ সংশ্লিষ্ট এলাকায় বন্যার্তদের মাঝে ৩০০ প্যাকেট খিচুড়ি বিতরণ করে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘের সদস্যরা। সোমবার দুপুরে ওই এলাকায় রান্না করা খাবার ছাড়াও দশ পরিবারকে চাল, ডাল, পেয়াজ, তেল পানিসহ নানা সামগ্রী দেয়া হয়।

সোমবার সকাল থেকে ‘শুভসংঘ’ জেলা কমিটির সদস্য দিলরুবা আক্তার রুমা ও রেহানা পারভীনের তত্বাবধানে রান্না শুরু হয়। পরে জেলা সভাপতি ফয়জুল হক বাপ্পি, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা ও তরুণ সংগঠক উসায়িদ ইসলামের তত্বাবধানে খাবার বিলি হয়।
জেলা কমিটির সভাপতি বাপ্পি বলেন, গত তিন দিন ধরে আমাদের ‘শুভসংঘে’র উদ্যোগে নানা কর্মসূচি চলছে। প্রতিদিনই কোন না কোন কর্মসূচি থাকবে বলে তিনি জানান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *