ফেনীতে একশ পরিবার পেল ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র চাল
ফেনী সদরের মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়াতে বন্যায় ক্ষতিগ্রস্ত একশ পরিবার পেল ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র চাল। শনিবার দুপুরে স্থানীয় পাটোয়ারি বাড়িতে এসব পরিবারের হাতে ৫০০ কেজি চাল তুলে দেয়া হয়।
চাল বিতরণ কার্যক্রম তদারক করেন ‘শুভসংঘ’ জেলা কমিটির সভাপতি ফয়জুল হক বাপ্পি, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ‘চ্যানেল আই’ অনলাইনের সাংবাদিক শাহাদাত হোসেন তৌহিদ। চাল বন্টনে সহায়তা করেন মোহাম্মদ আলী জিন্নাহ, মো. জাফরসহ স্থানীয় সেচ্ছাসেবী কর্মীরা।
জেলা সভাপতি ফয়জুল হক বাপ্পি বলেন, সাম্প্রতিক বন্যায় মোটবী ইউনিয়নের শিলুয়া, সাহাপুর, সাতসতি, লস্করহাটসহ আশপাশের গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আজ আমরা এখানে চাল বিতরণ করেছি। তিনি সেপ্টেম্বর মাস জুড়ে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।