ফেনীতে ইফতার সামগ্রী পেল বিশ পরিবার
ফেনীতে ‘বসুন্ধরা শুভসংঘে’র ইফতার সামগ্রী পেল বিশ দুস্থ পরিবার। জেলা কমিটির উপদেষ্টা ফয়েজুল হক বাপ্পির পক্ষ থেকে রমজানের উপহার হিসেবে এসব সামগ্রী দেয়া হয়।
রবিবার দুপুরে শহরের ট্রাংক রোডের আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সামগ্রী তুলে দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফ্রেন্ডস বিল্ডার্স লিঃ এর পরিচালক লায়ন আনোয়ারুল ইসলাম, শুভসংঘের জেষ্ঠ্য সদস্য নিজাম উদ্দিন, অশোক বিষ্ণু দাস, ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ‘নিউজটোয়েন্টিফোর’ জেলা প্রতিনিধি নজির আহাম্মদ রতন। ‘শুভসংঘ’ সদস্যরা অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেন। ইফতার প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, মুড়ি, চিড়া, পেয়াজ, আলুসহ মোট ১২ কেজি পন্য উপহার হিসেবে দেয়া হয়।