ফুলবাড়ীতে প্রতিবন্ধী ভিক্ষুক রাহেলার পাশে বসুন্ধরা শুভসংঘ
দিনাজপুরের বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার (২২শে জুন) প্রতিবন্ধী ভিকুক রাহেলা বেওয়ার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী পেয়ে প্রতিবন্ধী ভিক্ষুক রাহেলা বলেন, মুই অসহায় ,গাও করি চায়ে চায়ে এলা খাও। হাটপার (হাটতে) পারো না। এই খাবার গুলা মোর অনেক দিন যাবি। মুই দোয়া করো বসুন্ধরার ভালো হবি। মুই খুবই কষ্টে আছো। বৃষ্টির সময় বার হবার পারোনা। অনেক ধার-দেনা হয়ে যায়। বসুন্ধরা শুভসংঘের এই উপহার পেয়ে খুব বেশি উপকার হলি (হলো)। কথাগুলো বলছিলো ফুলবাড়ীর এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা গ্রামের জরাজির্ন ঝুপড়ির সামনে দাড়িয়ে অসহায় রাহেলা বেওয়া।স্বামি মকবুল হোসেন অনেক আগে মারা গেছেন। মেয়ে-জামাইয়ের সাথে থেকে জীবন চালাতে গিয়ে ভিক্ষা করতে করতে প্যারালাইসট হয়েও অনেক কষ্টে জীবন-যাপন করার বর্ননা দেন রাহেলা বেওয়া। রাহেলাকে এলাকায় সকলে মিন্টুর শাশুড়ি নামে চেনে এবং জানে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী শাখার সভাপতি সোহেল রানা,সহ-সভাপতি, মেহেদুল হক, যুগ্ন-সাধারন সম্পাদক আল-আমিন, যুগ্ন-সাধারন সম্পাদক ফাজকুরুনি শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, দপ্তর সম্পাদক হাসানুর রহমান, সদস্য কোরবান, সদস্য সোহানুর, সদস্য মেহেদী হাসান, সদস্য জিসান, সদস্য মোস্তাকিম,সদস্য কৃষœ, ও বসুন্ধরা ফুলবাড়ী শাখার উপদেষ্টা এবং কালেরকন্ঠ ফুলবাড়ী প্রতিনিধি আনোয়ার সাদাত প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা কালেরকন্ঠের ফুলবাড়ী প্রতিনিধি আনোয়ার সাদাত বলেন, বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশে একটি মানবিক সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। সাধারণ ও উপকারভোগী মানুষের মনে স্থান করে নিয়েছে।
সারা দেশে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা শুভ কাজ করছেন। আমি এই সংগঠনের সঙ্গে গত এক যুগ ধরে কাজ করছি। বসুন্ধরা শুভসংঘ যে মানবিক দৃষ্টান্ত রেখে চলেছে, তা অনন্য। আমরা এভাবেই সব সময় অসহায় মানুষগুলোর পাশে থাকতে চাই।