পাবনায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে নতুন ড্রেস পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, অভিভাবকেরাও খুব খুশি
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর বসুন্ধরা শুভসংঘ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ড্রেস বিতরণ করা হয়।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সুজানগর উপজেলা কমিটির উপদেষ্টা মো: আব্দুর রহমান, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আলী আকবর রাজু, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, সুজানগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান মিলন, , বসুন্ধরা শুভসংঘের সুজানগর উপজেলা কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা জেসমিন আক্তার ও শারমিন আক্তার, বসুন্ধরা শুভসংঘের সুজানগর উপজেলা কমিটির সাবেক উপদেষ্টা জুয়েল রানা, বসুন্ধরা শুভসংঘের সুজানগর উপজেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটু, সহ-সাহিত্য সম্পাদক শামীম টৌধুরী, জাহাঙ্গীর আলম মাস্টার প্রমূখ।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদানকারী সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ কর্তৃক সুজানগর উপজেলায় শিশুদের স্কুল পরিচালনা সত্যিই অভিনব একটি উদ্যোগ। এর আগেও এই স্কুলের উদ্যোগে পিঠা উৎসবে আমি যোগদান করেছিলাম। আজ শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেসসহ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসে আমি আনন্দিত বোধ করছি। সামাজিক সকল শুভ উদ্যোগে উপজেলা প্রশাসন, সুজানগর বসুন্ধরা শুভসংঘের পাশে আছে এবং থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল মানবিক ও সামাজিক সংগঠনকে এভাবে এগিয়ে আসতে হবে। তবেই ২০৪১ সালে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
আশার আলো দেখছে জান্নাতুল বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষা সামগ্রী নিতে ছুটে এসেছে জান্নাতুল (৭)। বসুন্ধরা শুভসংঘ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সে।
জান্নাতুলের মুখে ফুটে উঠেছে বুকভরা আনন্দের হাসি । কারণ জান্নাতুল আজ স্কুলে পোশাক, ব্যাগ খাতা-কলম, জুতা পেন্সিলসহ যাবতীয় শিক্ষা সরঞ্জাম পেয়েছে। তাই নতুন স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ পেয়ে জান্নাতুলের তার সকল সহপাঠিদের মধ্যেও আনন্দের বন্যা বইয়ে যাচ্ছে।
শিশু আরিফুল ইসলাম (৬) বসুন্ধরা শুভসংঘ স্কুলে এসেছে তার মায়ের সঙ্গে নতুন স্কুল ড্রেস নিতে। আরিফুলের মা শাকিলা খাতুন বলেন, ‘আমার স্বামী রহিম বিশ্বাস চার্জার ভ্যানচালক। সামান্য আয়ে কোনো রকমে চলে সংসার। ছেলেডারে নতুন পোশাক কিনে দিতে পারি না আজ বসুন্ধরা শুভসংঘ স্কুলের নতুন পোশাক পায়ে খুব উপকার হইছে।
নতুন স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত। শিশুদের কলকাকলিতে মুখর ছিল শুভসংঘ স্কুল প্রাঙ্গন। চারদিকে সাজ সাজ রব। অভিভাবকদের চোখেমুখেও ছিল আনন্দের ঝিলিক।
মাছুরা বেগম নামের এক শিশুর মা বলেন নিয়েছে বসুন্ধরা শুভসংঘ স্কুল থেকে আমার বেডার নতুন স্কুল ড্রেস দিল তা আজ স্বপ্নের মতো। আমাদের গ্রামে ‘বসুন্ধরা শুভসংঘ স্কুল’ না হলি এই পোশাক আমার বেডা কোনদিন পাতো না। এখন ছেলেডা আনন্দে পড়তে পারবে। ভবিষ্যৎ তৈরি করে আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ।” বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ম্যালাদিন বাঁচে থাকে তালে আমাদের বেটা-বেটিদের মানুষ করতে সমস্য হবি না।
বসুন্ধরা শুভসংঘ স্কুলের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার বলেন, বসুন্ধরার শিক্ষা উপকরণ ও নতুন স্কুল ড্রেস যারপর নাই খুশি আমাদের স্কুলের শিক্ষার্থীরা।
বসুন্ধরা শুভসংঘ স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার বলেন আমাদের এলাকার অধিকাংশ পরিবার দরিদ্র অসহায়। ছেলে-মেয়ের পড়াশোনার খরচ জোগাতে না পেরে শিশুদের কাজে পাঠিয়ে দিত অধিকাংশরা। তবে এখন স্কুলে নিয়মিত শিশুদের শিক্ষা উপকরণ দেওয়ার ফলে অনেক অভিভাবকরা তাদের বাচ্চাদের স্কুলে পাঠান। আজ নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত অভিভাবকেরাও খুব খুশি।