পলিথিন ব্যবহারে মাটি ও মানবদেহের ক্ষতিকার দিকনিয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা

 

পলিথিন ও প্লাস্টিক মাটি উর্বরতা নষ্টকরে এবং মানব দেহের ক্যান্সারেরমতো ক্ষতিকর প্রভাব ফেলছে। মাটি ও মানুষকে পলিথিনের প্রভাব থেকে বাঁচা জন্য পলিথিন ব্যবহার না করার জন্য, মানুষকে সচেতন করালক্ষ্যে বরিশাল জেলার উপজেলায় বসুন্ধরা গ্রুপের মানবিক সহয়তা সংগঠন শুভসংঘ সচেতনতামূলক ৭ দিনের প্রচার কর্মসুচী ঘোষনা দিয়েছে আগৈলঝাড়া শুভসংঘ। তারই ধারাবাহিগতায় বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা শাখা শুভসংঘ উপজেলার পাকুরিতা সরকারি প্রথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে রবিবার সকালে বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভায় সভাপতিত্ব করেন শুভসংঘর আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা ও কালেরকন্ঠের প্রতিনিধি এসএম ওমর আলী সানি ।

এসময় শুভসংঘের উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, আমরা আগৈলঝাড়া উপজেলা বিভিন্ন হাটবাজার, স্কুল, কলেজ, মাদ্রামা ও জনবহুল স্থানে শুভসংঘ পলিথিন ব্যবহারে মানুষের ক্ষকার দিক তুলেধরে মানুষকে সচেতন করালক্ষ্যে ৭ দিন চেতনতামূলক প্রচার কর্মসুচী ঘোষনা করেন। স্কুল, কলেজ, মাদ্রামা ও জনবহুল স্থানে সভা, মাইকিং, আগুনদিয়ে পলিথিন নিশক্রী করাহবে। তিনি আরো বলেন পলিথিনে পানি জমে থাকলে এডিস মশা জন্ম হয়। মাটিরনিরে পলিথিন থাকলে কোন ফসল হয়না। পানিতে পলিথিন থাকলে পলিথিনের ভিতরে মাছেরডিম ও বাচ্চা মরেযায়। এ কারনে দিনদিন মাছে বিলুপ্তহচ্ছে। এখানে সেখানে পলিথিন ফেলানো যাবেনা। আমরা সকলে পলিথিন পরিস্কার পরিচ্ছন্ন করে আগুরে পুরে ফেলবো।

ওই সভায় বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টর্স ইউনিটির সভাপতি মো.সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী, শিক্ষক বিচিত্রা হালদার, তনু সেন শর্মা, অজিত কুমার বৈদ্য, রতœা হালদার, তারক রায়, রিপন বিশ্বাস, সাংবাদিক মলয় বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা শাখা সহ সভাতি মো. শাহ আলম রাঢ়ী, আয়কর আইনজীবী সমিরন রায়, শুভসংঘর সাংগঠনিক সম্পাদক সাবিক খান, ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস, মো.সালেহিন হোসেন, প্রভাষক ললিতা সরকার, নির্বাহী সদস্য

জিলিয়ান বিশ্বাস, চয়ন হালদার, আমিরুল গোমস্তা, ডাক্তার মো.রুহুল আমীন কাজী সহ অনেকে।

বক্তারা বলে, আমরা যারযার অসস্থান থেকে প্রচার চালাবো। প্রতিটি প্রথমিক বিদ্যালয় থেকে শুরুকরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সভাকরে তাদের জানাতে হবে পলিথিনের ক্ষতিকার দিক। এখানে সেখানে ফসলি জমিতে পলিথিন ফেলা যাবেনা।একটি নিরদিষ্ট স্থানে ফেলতে হবে তার পরে সেখানে নিস্ক্রিয় করতে হবে। দেশের সকলের সচেতন হতে হবে। আমরা শুভসংঘ প্রচার চালিয়ে যাবো।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.বখতিয়ার আল-মামুন বলেন, পলিথিন ব্যাহারে মানুষের শ্বাস-প্রসাসের ক্ষতিসহ ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। আমরা সকলে পলিথিন ব্যবহার থেকে বিরতথাকবো। শুভসংঘ যে সচেতনতামূলক প্রচার কাজ করছে এগুরো ভালোকাজ। আমরা শুভসংঘের ভালোকাজ গুলো সাথে থাকবো। পলিথিন ব্যবহারে নিয়ন্ত্রণে রাখতে আমরা সারা বছরই পদক্ষেপ নিয়ে থাকি। এছাড়াও জনসম্পৃক্ততা বাড়াচ্ছি।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *