পরিবেশের ভারসাম্য রক্ষায় ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ
মঙ্গলবার (১৪ মে) দুপুর ২টায় ফুলবাড়ীর পানিকাটা মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানিকাটা প্রাথমকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. আরজিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের সহকারি শিক্ষক মোছা. মারজান, দিলরুবা খাতুন ও বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি মো. সোহেল রানা যুগ্ম-সাধারন সম্পাদক আল- আমিন, সহ-সভাপতি মেহেদুল হক, সোহানুর রহমান ,কোরবান আলী ,বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কালেরকন্ঠ ফুলবাড়ী প্রতিনিধি আনোয়ার সাদাত প্রমুখ।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্জিনা খাতুন সকলের উদেশ্যে বলেন, গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত।
কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদশকে রক্ষা করতে হবে।
বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, দেশের পরিবেশ যাতে আরো সুন্দর, সবুজ ও উন্নত হয় সে জন্য বৃক্ষরোপণ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। এসব কার্যক্রম অব্যাহত রাখার আহŸান জানিয়েছেন তিনি। এতে পরিবেশ রক্ষা হবে। তা ছাড়া এসব গাছের ফলও আমরা খেতে পারব। এমন উদ্যোগের জন্য আমরা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।’