পটিয়ায় বসুন্ধরা শুভসংঘের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় বসুন্ধরা শুভসংঘের নতুন সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ মে) পটিয়া পৌর সদরের ডাক বাংলো এলাকায় বসুন্ধরা শুভসংঘের নবাগত অর্ধ শতাধিক সদস্যদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির সভাপতি এড. নুরুল ইসলাম, সহ সভাপতি মো. জয়নুল আবেদীন, আবু সাঈদ তালুকদার খোকন, হারুনূর রশীদ, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আফরোজা সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রুবেল, এহসানুল হক ছোটন, মিজানুর রহমান সাগর, অর্থ সম্পাদক মো. নওশাদ, সহ অর্থ সম্পাদক সঞ্জয় দে টিটু, মো. সোলাইমান, দপ্তর সম্পাদক নওরিন মুনিরা, সহ দপ্তর সম্পাদক পুলক দে দিপু, মোছাম্মৎ সোহা, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মো. আশিক, সাজ্জাদ, নারী বিষয়ক সম্পাদক সাবেকুন্নাহার ঋতু, সাংস্কৃতিক সম্পাদক নয়ন দাশ, সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদুল হক, সমাজকল্যাণ সম্পাদক মেহেরুন নেছা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আনিকা আকতার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. সুলতান, সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ খান তৌফিক, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক মো. মারুফ, কার্যকরী সদস্য মো. মুনতাসির, মুহিবুর রহমান, মেহেরাব হোসেন, মহন দত্ত, জান্নাতুল সাঈদ, সাবরিনা খান, সাইমা, গাজী শাহেদ, জান্নাতুল নাঈমা, অনামিকা বড়ুয়া ও নওশিন।
এসময় বসুন্ধরা শুভসংঘের পটিয়া কমিটির সভাপতি এড. নুরুল ইসলাম বলেন, বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সবার পাশে এ শ্লোগানে সারাদেশে এক যোগে কাজ করে দৃষ্টান্ত স্হাপন করছেন। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের পটিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আমরা সকলে মিলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াব। ভালো কাজে কর্মে উদ্ধুদ্ধ করব। আমরা প্রত্যেকে নিজ নিজ আঙিনায় গাছের চারা গুলো লাগাব এবং তার সঠিক পরিচর্যা করব। একদিন এ চারাগাছ আমাদের প্রশান্তি দিবে।