পঞ্চগড়ের তেঁতুলিয়া অসহায় ৪ পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকার দরিদ্র ভ্যান চালক আশরাফুল ইসলাম। সপ্তাহ খানেক আগে দুর্ঘটনায় পা ভেঙে যায় তার। বন্ধ হয়ে যায় আয় রোজগার। বিছানায় শুয়ে শুয়ে দিন কাটালেও কঠিন দুর্ভোগে পড়ে তার পরিবার। এমনিভাবে একই এলাকার পাথর শ্রমিক ফারুক হোসেন। লিবারে সমস্যা নিয়ে মাস খানেক ধরে মহানন্দায় পাথর তুলতে না পাড়ায় পরিবার নিয়ে চরম অভাবে দিন কাটাচ্ছেন এই শ্রমিক। তাদের মতো দুঃখগাঁথা অভাবের জীবন তেঁতুলিয়ার মহল্লালজোত এলাকার বৃদ্ধ সামেনা বেগম ও বিধবা শিরিনা আক্তারের। বাড়ি স্থান ও পরিবেশ আলাদা আলাদা হলেও তাদের কষ্ট যেন এক সুঁতোয় গাঁথা। দারিদ্রের কষাঘাতে পড়ে এই মানুষগুলো পরিবার নিয়ে দুঃসহ জীবন পাড় করছেন। অভাবি এই চার পরিবারের কষ্টের বোঝা খানিক হালকা করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের তেঁতুলিয়া উপজেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রি তুলে দেয়া হয়েছে। সোমবার বিকেলে তেঁতুলিয়া ডাকবাংলোতে তাদের হাতে খাদ্য সামগ্রির ব্যাগ তুলে দেয়া হয়। প্রতিটি ব্যাগে ছিলো চিনি, ডাল, তেল, আটা, লবণ, মুড়ি ও চিড়া। শুকনো খাবারগুলো তাদের এই দুঃসময়ে কিছুটা স্বস্তি দিবে বলে আশা সংগঠনটির।
এ সময় বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন, সহসভাপতি সারোয়ার হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক তামিম ইকবাল, রক্তদান বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, সদস্য হযরত আলী, মোহাম্মদ আতিক, আব্দুল জব্বার, সাবাব সিদ্দিকী, আব্দুল কাদের, রিক রায়হান ও ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
বৃদ্ধ সামেনা বেগম বলেন, আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। আমাকে দেখার কেউ নেই। এতোগুলো খাবার একসাথে পেয়ে অনেক ভালো হলো। আল্লাহ তোমাদের ভালো করুক।
পাথর শ্রমিক ফারুক হোসেন বলেন, অসুস্থতার জন্য আমি এখন আর মহানন্দায় পাথর তুলতে পারি না। এই পাথর তুলেই আমাদের সংসার চলতো। বসুন্ধরা শুভসংঘ থেকে এই খাদ্য সহায়তা পাওয়ায় আমার অনেক উপকার হলো।
শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের বিপদে এবং ভালো কাজে পাশে থাকে। কাজ না থাকায় তেঁতুলিয়া উপজেলার শ্রমিকদের একটা বড় অংশ খুব কষ্টে দিন কাটাচ্ছে। কেউ কেউ অসুসথতায় ভুগছে। তাদের মধ্য থেকে আমরা এই চারটি পরিবারকে খাদ্য সামগ্রি তুলে দিয়েছি। এই খাবারগুলো তাদের কষ্টটা কিছুটা লাঘব করবে।