নোটিশ বোর্ড উপহার

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে নোটিশ বোর্ড উপহার

 

বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে কলেজ হোস্টেলে নোটিশ বোর্ড উপহার দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায়  প্রধান অতিথি হিসেবে এ উপহার গ্রহণ করেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের বসুন্ধরা শুভসংঘের সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অধ্যক্ষ জনাব মো.মোদাচ্ছের বিল্লাহ্।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মালেক, ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মো.  হাসান মিয়া ও সহকারী তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম প্রমুখ।  এছাড়াও শুভসংঘের সদস্য তুলি আক্তার, করুনা আক্তার, জোহরা, ফারহানা,এলমা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ বলেন, জ্ঞান চর্চার আনুসাঙ্গিক খুটিনাটি বিষয়ের উপর বসুন্ধরা শুভসংঘ যে নজর রাখছে তা তাদের কাজ দেখলেই বুঝা যায়। কলেজ হোস্টেলে দুই শতাধিক শিক্ষার্থী থাকে। বিভিন্ন সময় নোটিশ করতে হয়। কিন্তু নোটিশ বোর্ড না থাকায় সমস্যা হচ্ছিলো।  শুভসংঘ নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *