নিরাপদ সড়ক দিবস

নিরাপদ সড়ক দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি পালন

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্যছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার ২০১৭ সালে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সেই থেকে প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।

জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। যানবাহনের চালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহরের বাস টার্মিনাল এলাকায় রাস্তায় চলাচলের ট্রাফিক নিয়ম ও সচেতনতার বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার দপ্তর মো. ইয়াছির আরাফাত, জেলা শাখার প্রচার সম্পাদক তাহাসিন ওয়ারিদ মিম, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন হক, কার্যকরী সদস্য জ্যোতির্ময় রায়, জয় শেখ।

লিফলেট বিতরণ প্রসঙ্গে মো. ইয়াছির আরাফাত বলেন, দেশ ও মানুষের সুরক্ষার জন্য নিরাপদ সড়ক অবশ্যই জরুরি। সচেতনতা ছাড়া নিরাপদ সড়ক কখনোই সম্ভব না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। আমাদের সকলের ট্রাফিক আইন মেনে চলা উচিত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *