নিম্ন আয়ের মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের মৌসুমী ফল বিতরণ
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে আজ সোমবার (৮ জুন) রাজধানীর মিরপুর–১৪ নম্বর এলাকার নিম্ন আয়ের ত্রিশজন মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়৷
সুবিধাভোগী এক বৃদ্ধ রিকশাচালক জানায়, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির কারনে সংসার চালানোই কঠিন হয়ে পরেছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ভরনপোষণে হিমশিম খেতে হচ্ছে। বাজারে ফলের দামও অনেক বেশি। মৌসুমের শুরুতে একবার খাওয়া হয়েছিলো অতিরিক্ত দামের কারনে এখন আর খাওয়ার সুযোগ হয়না। আজকে যে ফল পেলাম সেটা পরিবারের সবাই মিলে খাবো।
এসময় উপস্থিত ছিলেন মাহাদী মোস্তফা, দিবা দেবনাথ, রুফাইদা আক্তার, মাহাদী রশিদ, ওয়ালী খান ইউসুফযাই, নাজমুল হাসান মারুফ।
আয়োজকরা জানায়, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মিরপুর শাখার আয়োজনে আমরা সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় নিম্ন আয়ের মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে৷ অনেকেই আছে যারা আর্থিক সমস্যা কারণে নিজেরা ও পরিবারের সদস্যদের ফল খাওয়াতে পারে না এরকম কিছু মানুষ আমাদের এই আয়োজনে উপকৃত হবে।