নিউমার্কেট এলাকায় বসুন্ধরা শুভসংঘের টিস্যু বিতরণ
বসুন্ধরা টিস্যুর সহযোগিতায় ও বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে আজ সোমবার (১৯ আগষ্ট) রাজধানীর নিউমার্কেট এলাকার বিএনসিসি, স্কাউট সদস্য ও ট্রাফিক পুলিশদের মাঝে টিস্যু বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সদস্য হাসান ফকির, সাব্বির হোসাইন, মো: শিহাব, রবিউল ইসলাম, তৌহিদ রহমান, আরাফাত হোসন, তাওহিদ হাসান।
বসুন্ধরা শুভসংঘ সদস্যরা জানায়, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ডিউটিরত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি ফিরে এসেছে। দায়িত্ব পালনকালীন সময়ে আইনের যথাযথ প্রয়োগ করে নিরাপদ সড়ক নিশ্চিত করার অঙ্গিবন্ধ করেন নীলক্ষেত মোড় ও সাইন্সল্যাবের ট্রাফিক বিভাগের পুলিশ ও আনসার সদস্যরা। কয়েকজন পুলিশ সদস্য জানান, তারা সড়ক যানজট মুক্ত রাখার জন্য নিরলসভাবে কাজ করবেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। এসময় পুলিশ প্রশাসনের পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।