দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বসুন্ধরা শুভসংঘ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) শাখার উদ্যোগে বাজার তদারকি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর কাঁচাবাজারে পরিদর্শন করে বসুন্ধরা শুভসংঘের সদস্যরাসহ সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন। ক্রয় ও বিক্রয়মূল্য তালিকা টানিয়ে রাখা, ফরমালিন মুক্ত খাদ্যসামগ্রী বিক্রয়সহ নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন, বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার সভাপতি জুহি জান্নাত মিম, সাধারণ সম্পাদক মাহতাব হোসেন নাইম, যুগ্ম সম্পাদক আনাস বিন হাফিজ, ইভেন্ট সম্পাদক মেহেদী আকন্দসহ ইসমাইল হোসেন রাফি ও রাহাত হোসেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *