দেয়ালে গ্রাফিতি আঁকল বসুন্ধরা শুভসংঘ ঢাবি শাখার সদস্যরা
দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতি আঁকছেন। গ্রাফিতির মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছেন নতুন বাংলাদেশের গল্প। এ গল্প অসাম্প্রদায়িক চেতনার। নানা ধরনের পোস্টারে আর বিজ্ঞাপনে ছেয়ে থাকতো যে দেয়ালগুলো, সেখানে আজ মুগ্ধতা ছড়াচ্ছে রাষ্ট্র সংষ্কারের উদ্দেশ্যে অঙ্কিত গ্রাফিতি।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও এ কার্যক্রমে অংশগ্রহণ করে। আজ রবিবার (১১ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ের বিভিন্ন দেয়ালে গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট নানা গ্রাফিতি অঙ্কন করে বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
গ্রাফিতি অঙ্কন কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মাহফুজা, মিম, মিম (২), রূহানী, চাঁদনী, ফারজানা, তাজিম, সানজিদা, নুসাইবা, মারিয়া, জান্নাত, তানিয়া, জয়া, অনামিকা, ফারিহা ও মারিয়া।
এ সময় তারা জানান, রং তুলির আঁচড়ে অগোছালো চিন্তাগুলোকে এক সুতোয় বাঁধছেন। দেশে আর কোন অন্যায় দেখতে চান না তারা। প্রয়োজন হলে আবারও রুখে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।