দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে মৃত হরিষ চন্দ্র বিশ্বাসের অসহায় পরিবারের পাশে দাড়াল বসুন্ধরা শুভসংঘ।

 

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন এর ঘোণাপাড়া গ্রামের বিধবা নারী সাথী বিশ্বাস(২৭) কে আজ (//২৪)শুক্রবার সকাল ১১ টায় তার নিজ বাড়িতে তার হাতে তুলে দেওয়া হয় প্রায় ১৫ দিনের খাদ্য সহায়তা। বসুন্ধরা শুভসংঘ, রিজেন্ট কলেজ শাখা,গোপালগঞ্জ এর উদ্দ্যোগ এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

গত ফেব্রুয়ারী মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সাথী বিশ্বাস এর স্বামী হরষিত বিশ্বাস। শিশু দুই ছেলে নিয়ে খুব ই অনাদরে দিন যাপন করছেন এখন তারা।বড় ছেলে তুর্জ বিশ্বাস() শিশু শ্রেনীতে পড়াশুনা করে এবং ছোট ছেলে সমৃদ্ধ বিশ্বাস()এখনো মায়ের কোলে।ঘড়ে রয়েছে সাথী বিশ্বাসের অসুস্থ শাশুড়ী। জায়গা বলতে তার বাড়ির ২ শতক জায়গা।বাড়ির আশেপাশের এবং আত্মীয় স্বজনেরা যা সহায়তা করে তাতেই চলছে সাথী বিশ্বাসের সংসার।

খাদ্য সহায়তা প্রদান কালে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রিজেন্ট কলেজ, গোপালগঞ্জ এর প্রভাষক সুজন দাস বলেন,”অসহায় নারীদের স্বাবলম্বী করতে ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে নিতে আমরা সব সময় অঙ্গীকারবদ্ধ।

এসময়ে উপস্থিত কাজী মন্টু কলেজ,কোটালীপাড়ার প্রভাষক জনাব বিষ্ণুপদ বালা বলেন,”সাথী বিশ্বাস কে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বসুন্ধরা শুভসংঘ কে আমি আহবান জানাচ্ছি  এবং সেই সাথে শুভসংঘের প্রতিটি শুভ কাজের সাথে থাকার ইচ্ছা পোষন করছি।

এসময়ে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, রিজেন্ট কলেজ শাখার সভাপতি নিউটন বালা,সাংগঠনিক সম্পাদক সাগর রায়,প্রচার সম্পাদক শুভ মুন্সী,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান,

জনাব নির্মল কান্তি বিশ্বাস,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ডা. জয়দেব চন্দ্র বিশ্বাস,সহকরী শিক্ষক এছাড়াও সদস্য জয়ী বিশ্বাস,রিতু সিংহ,সৃজন বিশ্বাস,ইচ্ছা বালা,শুদ্ধ বালা সহ অনেকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *