দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার ( ৫জুন) সকাল ১০ টায় বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলার উলিপুর (ধেদার মোড়) সোনার তরী কোচিং সেন্টার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে শুভসংঘের বন্ধুরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন রানা, বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মামুনুর রশিদ, সহ সভাপতি শরিফুল শরীফ,সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ,যুগ্ম সাধারণ সম্পাদক সওকত আকবর,ইয়াছির আরাফাত রাফি,প্রচার সম্পাদক তাহসিন ওয়ারিদ,কার্যকরী সদস্য বিপ্লব প্রমুখ।
উল্লেখ থাকে যে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিাজপুর জেলা শাখা,বোচাগঞ্জ উপজেলা শাখা,ও বীরগঞ্জ উপজেলা শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বসুন্ধরা শুভসংঘের বন্ধরা।