তাহিরপুরে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পথচারী ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) উপজেলা সদর মধ্যবাজারে এ ইফতার বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের ইফতারি পেয়ে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন। এবং এই উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রæপের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এমদাদ হোসেন বলেন, আমরারে ডাইকা আইনা ইফতার দিছে। খুব খুশি হইছি। আল্লাহ বসুন্ধরার ভালা করবাইন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তাহিরপুরের উপদেষ্টা গোলাম সরোয়ার লিটন, সাধারণ সম্পাদক রুপম আখঞ্জি, জুবায়ের আহমদ, একরাম হোসেন, ইসলাম উদ্দিন ও চয়ন চন্দ প্রমুখ।